Header Ads

মৌসমের হারে বেশ খুশি প্রদেশ কংগ্রেস!

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ দিন কংগ্রেসের গড় বলেই পরিচিত ছিল মালদহ। উত্তর-দক্ষিণ, দু’টি লোকসভা কেন্দ্রই তাদের বড় রকমের প্রভাব ছিল। এবার ভোটে ডালুবাবুর হাত ধরে দক্ষিণ মালদহে কংগ্রেসের মুখ রক্ষা হলেও অন্য আসনটিতে হারতে হয়েছে তাদের।
কিন্তু তাতে তেমন কোনও আক্ষেপ নেই এই রাজ্যের কংগ্রেস নেতাদের। কারণ হল,‘বেইমান’ মৌসম হেরেছে বেশ বড় ব্যবধানে। কোতোয়ালি বাড়ির সদস্য তথা গনি পরিবারের অন্যতম উত্তরসূরি তথা মালদহ উত্তর লোকসভার দু’বারের সাংসদ, ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছিলেন। এবার প্রার্থী হয়েছিলেন তৃণমূলের টিকিটেই। কিন্তু দলবদল করেও জিততে তিনি ব্যর্থ। বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে চুরাশি হাজার ভোটে হেরেছেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, মৌসমের দল বদলের ফলে গনি পরিবারের সাবেক ভোট-ব্যাঙ্ক পুরোপুরি নিজের দিকে টানতে পারেননি মৌসম। সেই ভোট ভাগ হয়ে গিয়েছে। আর ভোট ভাগাভাগির ফলেই না মৌসম না তাঁর ভাই ঈশা, দুজনই পরাজিত হলেন। মাঝখান থেকে ফায়দা নেয় গেরুয়া শিবির। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.