Header Ads

বিক্ষোভের মুখে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি!

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন রাজ্যের বিভিন্ন জেলায় এখন চলছে তৃণমূলের পার্টি অফিস দখলের কর্মসূচি। জলপাইগুড়িতে এরকমই এক দখল হয়ে যাওয়া পার্টি অফিস উদ্ধার করতে এসে গেরুয়া সমর্থকদের বিক্ষোভের সামনে পড়ে গেলেন জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী।
ভাঙচুর চালান হয় তাঁর গাড়িতে।
গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় টেকাটুলিতে বিজেপির দখল করা দলীয় শাখা অফিস উদ্ধার করে ময়নাগুড়ির জর্দা সেতু দিয়ে জলপাইগুড়ি ফিরছিলেন সৌরভ। এমন কি এই নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেন তিনি। এরপরেই একদল বিজেপি সমর্থক পুলিশের কাছে আসেন।
সেসময়ই তারা সামনে সৌরভকে পেয়ে যান। তাঁর গাড়িতে ভাঙচুর চালান হয় বলে জানা গিয়েছে। সৌরভের গাড়ি লক্ষ করে পাথর ছোড়া হয় এবং তাতেই গাড়ির কাঁচ ভেঙে যায়। এনিয়ে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.