Header Ads

উচ্চমাধ্যমিকে প্রথম যুগ্মভাবে শোভন মণ্ডল এবং রাজর্ষী বর্মন

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৭৪ দিনের মধ্যে এই ফল প্রকাশ হল। প্রথম দশদনের মধ্যে ১৩৭ জন ছাত্রছাত্রী রয়েছেন। যুগ্মভাবে প্রথম হয়েছেন শোভন মণ্ডল এবং রাজর্ষী বর্মন, দুজনেই বিজ্ঞান বিভাগের। তাদের প্রাপ্ত নম্বর ৪৯৮।২য় সংযুক্ত বোস, মেয়েদের মধ্যে প্রথম, বিধাননগর সরকারি স্কুল, ৪৯৬।
তাঁর সঙ্গে দ্বিতী হয়েছে তন্ময় মাইকপ। আরও তিনজন রয়েছে দ্বিতীয়স্থানে। শোভন বীরভূম জেলার অন্যদিকে রাজর্ষী কোচবিহারের জিনকিন্স স্কুলের ছাত্র। গতবার পাশের হার ছিল ৮৩.৭৫ শতাংশ। এবারের পাশের হার ৮৬.২৯ শতাংশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.