সায়ন্তনের বক্তব্যে অস্বস্তিতে বিজেপি!
নজরবন্দি ব্যুরো: জয়ের আনন্দে যখন উৎফুল্ল গোটা বিজেপি শিবির, ঠিক এমন সময় তাল কাটলেন বসিরহাটের পরাজিত বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। শনিবার দল বেঁধে বাংলা থেকে বিজেপির জয়ী প্রার্থীরা যখন দিল্লির বিমানে চেপে বসছেন, তখন ফেসবুক-বার্তায় কার্যত রাজনীতি থেকেই অবসরের সম্ভাবনা উসকে দিলেন সায়ন্তন। তাঁর ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে।
তিনি লিখেছেন, ‘অনেক চেষ্টা করেও আমাদের গাড়ি চলেনি। এখন গাড়ি ফুল গিয়ারে চলছে। এই অবস্থায় গাড়ির মধ্যে বসে আছেন এমন কারও হাতে আমার ব্যাটন তুলে দিতে চাই। আমার আদর্শগত দায়বদ্ধতা আমি সমাজসেবায় ব্যবহার করতে চাই।’
এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে সায়ন্তন সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এই পোস্ট সম্পর্কে সায়ন্তনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বসিরহাট কেন্দ্র আমি ভালো ভাবে চিনতাম না।
তবুও আমাকে ওই কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছিল। যা কিছু বলার দলকে বলব।’ বসিরহাট কেন্দ্রে তাঁর নাম ঘোষণার পর ঘনিষ্ঠ-মহলে ক্ষোভও উগরে দিয়েছিলেন এই বিজেপি নেতা।
তিনি লিখেছেন, ‘অনেক চেষ্টা করেও আমাদের গাড়ি চলেনি। এখন গাড়ি ফুল গিয়ারে চলছে। এই অবস্থায় গাড়ির মধ্যে বসে আছেন এমন কারও হাতে আমার ব্যাটন তুলে দিতে চাই। আমার আদর্শগত দায়বদ্ধতা আমি সমাজসেবায় ব্যবহার করতে চাই।’
এই বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে সায়ন্তন সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এই পোস্ট সম্পর্কে সায়ন্তনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বসিরহাট কেন্দ্র আমি ভালো ভাবে চিনতাম না।

No comments