উত্তপ্ত ঘাটাল, তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত রাজ্য। শনিবার রাত থেকেই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁশকুড়া বিধানসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক হিংসার খবর পাওয়া গিয়েছে।
এই ৭ নম্বর ওয়ার্ডের মধুসূদন বাড় এলাকার তৃণমূলের একটি পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, জেলায় গেরুয়া শিবিরের ভোট বাড়ার পর থেকেই বিজেপি কর্মীরা এমন ঘটনা ঘটাচ্ছে। বিজেপিই তাদের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ও কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বিজেপি কেনইবা আগুন ধরাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে।
তৃণমূল নেতাদের ব্যাখ্যা, এই ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৯৬ ভোটে লিড পায়। উত্থানের ধারাবাহিকতা বজায় রাখতে এমন হিংসাত্মক হয়ে উঠেছে বিজেপি কর্মীরা। এলাকার রাশ নিজেদের হাতে রাখতে চায় তারা। তবে দলের তরফে পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
বিজেপি কেনইবা আগুন ধরাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে।
তৃণমূল নেতাদের ব্যাখ্যা, এই ৭ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৯৬ ভোটে লিড পায়। উত্থানের ধারাবাহিকতা বজায় রাখতে এমন হিংসাত্মক হয়ে উঠেছে বিজেপি কর্মীরা। এলাকার রাশ নিজেদের হাতে রাখতে চায় তারা। তবে দলের তরফে পাঁশকুড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

No comments