Header Ads

গ্রামে ঢুকে দাদাগিরি, তৃণমূল নেতাদের গণধোলাই

নজরবন্দি ব্যুরো: গ্রামে ঢুকে দাদাগিরি করতে গিয়ে মহিলাদের হাতে মার খেলেন তৃণমূল নেতারা। গ্রামবাসীদের হাতে মার খেয়ে সোজা হাসপাতালে।
এই ঘটনাটি ঘটেছে সন্দেশখালির খুলনা পঞ্চায়েতের শীতলিয়া গোলাবাড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সঙ্গে প্রচারে থেকে গ্রামের কিছু লোকজন ভোট দিয়েছে বিজেপিকে। এর জবাব নিতে শনিবার গোলবাড়িতে ঢোকে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে বাইকবাহিনী। অভিযোগ, এরা গ্রামে ঢুকে কয়েকজনের বাড়ি ভাঙচুর করার পাশাপাশি কয়েকজনকে মারধরও করে। এই ঘটনার প্রতিবাদ করে রুখে দাঁড়ান গ্রামের মহিলারা।
গ্রামের মানুষজন রুখে দাঁড়ালে তারা আগ্নেয়াস্ত্র বের করে। এতে আরও রেগে যান গ্রামবাসীরা।
তারা ওই তৃণমূল নেতা ও তার সাঙ্গপাঙ্গদের ধরে বেধড়ক পেটায়। আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের গাড়িতে। পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের মারধরে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সত্যজ্যোতি সান্যাল ও তার দাদা দেবজ্যোতি সহ কয়েকজন গুরুতর আহত। তাদের হসপিটালে ভর্তি করা হয়েছে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.