Header Ads

আপাতত গ্রেফতার করা যাবেনা রাজীব কুমারকে! নির্দেশ আদালতের

নজরবন্দি ব্যুরো: অবশেষে ২ সপ্তাহের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে স্বস্তি দিল আদালত। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়েছে, আপাতত গ্রেফতার করা যাবে না রাজীব কুমারকে।
তবে রাজীব কুমারের পাসপোর্ট জমা রাখতে হবে সিবিআইয়ের কাছে। 

আদালত জানিয়েছে, আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। আগামী ১২ জুন পর্যন্ত এই রক্ষাকবচ বলবত থাকবে। তার পর ফের হবে এই মামলার  শুনানি। এমনটাই জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। 

আদালত সূত্রে খবর, এদিন রাজীব কুমারের ওপরও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদাল। আদালত নির্দেশে জানিয়েছে, সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে রাজীব কুমারকে। তবে একজন তদন্তকারী আধিকারিককে আপাতত হেফাজতে নিয়ে জেরার এখন দরকার নেই। তবে বিস্তারিত শুনানির সময় বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.