Header Ads

তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ, থানায় বিক্ষোভে শাসক দলের বিধায়ক।

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে।
এবার এই ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। সেখানে খাদিনা মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয়ে যাওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের নেতারা। যদিও বিজেপির কাছ থেকে ওই পার্টি অফিস তৃণমূল কর্মীরা দ্রুত দখলমুক্ত করে বলেও জানা গিয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আসরে নেমেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার। তিনি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন। চুঁচুড়া থানার মধ্যেই তিনি ধরনায় বসেছেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.