Header Ads

সম কাজে সম বেতন না দিলে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি কম্পিউটার শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিজেপির উত্থান আর তৃণমূলের ক্রমাগত ব্যাকফুটে চলে যাওয়াকে কাজে লাগাতে বদ্ধ পরিকর রাজ্যের চাকরি প্রার্থী, শিক্ষক, চুক্তি ভিত্তিক কর্মী সহ আরও অনেকে। উল্লেখ্য সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল অর্থাৎ শাসক দল ১৫৮ আর বিজেপি ১২৮টি আসনে এগিয়ে রয়েছে। যা শাসক দলের পক্ষে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখার অবস্থার মতই ইঙ্গিতবহ।
এই অবস্থায় রাজ্য সরকার কে সরাসরি হুঁশিয়ারি দিল West Bengal School Computer Teacher Welfare Association. তাঁদের হুঁশিয়ারি "যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। প্রতিশ্রুতি সরকারকে প্রাক্তন সরকারে পরিণত করার ক্ষমতা রাখি। সুপ্রিম কোর্টের বিচার অনুযায়ী সম কাজে সম বেতন দিতে হবে। সেটা পূর্ণ সরকারি কর্মী হোক কিংবা আধা সরকারি কর্মী কিংবা ঠিকাদারি কর্মী, চুক্তি ভিত্তিক কর্মী সবার ক্ষেত্রেই।" West Bengal School Computer Teacher Welfare Association এর পক্ষ থেকে আবেদন করা হয়েছে রাজ্যের সমস্ত কম্পিউটার শিক্ষক, DEO, SSP, Data Manager, Accounts cum Data Manager, Accountant, Supervisor, Programmer Coordinator, PA, System Operator দের ঐক্যবদ্ধ হতে। সরকার কে তাঁদের হুঁশিয়ারি "আগামি ১০ই জুন ২০১৯ পর্যন্ত রাজ্য সরকারকে সময় দিচ্ছি, আমাদের ন্যায্য বেতন প্রদান করুন।
নাহলে আমরা Pen Down / Mouse , Keyboard, Computer Shut Down আন্দোলনে নামবো। প্রতি স্কুলে এবং সরকারি অফিসে নিজেরা কম্পিউটারে কাজ করবো না, আর না অন্য কেউকে করতে দেবো না।"
মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁদের প্রশ্ন, "ম্যাডাম তারপর আপনার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, বাংলার শিক্ষা, উৎকর্ষ বাংলা, স্বাস্থ সাথী, যুবশ্রী, মাইনরিটি, মুক্তিধারা, লোকপ্রসার, NREGS, SHG, BCW, SNCU, হেলথ প্রজেক্ট, মিড ডে মিল, TREASURY, E-district, E-Services, wb registration, wb vahan, এগিয়ে বাংলা, ডিজিটাল বাংলা ইত্যাদি আমাদের সহযোগিতা ছাড়া চালাতে পারবেন তো??"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.