ফাইনাল রেজাল্টের আগেই মোদীকে শুভেচ্ছা ট্রাম্প থেকে ইমরানের।
নজরবন্দি ব্যুরোঃ এখনো ফাইনাল রেজাল্ট আসেনি কিন্তু তার আগেই নরেন্দ্র মোদীর কাছে আসতে শুরু করল বিদেশি রাষ্ট্রনেতাদের শুভেচ্ছাবার্তা।ডোনাল্ড ট্রাম্প থেকে ইমরান খান,শেখ হাসিনা,আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জ়ায়েদ আল-নাহয়ান, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন প্রায় সবাই। ডোনাল্ড ট্রাম্প টুইটারে লেখেন ‘‘গুরুত্বপূর্ণ কাজগুলি একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি।’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নাগরিকদের বিশ্বাস ও ভরসার প্রতিচ্ছবি এই জয়।’’ শুভেচ্ছাবার্তা এসেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের কাছ থেকে। ফোন করেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রী।মোদীকে প্রথম শুভেচ্ছা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি টুইট করেন, ‘‘ভারত-ইজ়রায়েলের বন্ধুত্ব আমরা এ ভাবেই এগিয়ে নিয়ে যাব।’’তবে সবথেকে অলোচিত হল ইমরান খানের শুভেচ্ছা বার্তা তিনি বলেন ‘‘দক্ষিণ এশিয়ার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই।’’ জবাবে রাতে মোদী লেখেন, ‘‘আপনাকে উষ্ণ কৃতজ্ঞতা। আমি বরাবর এলাকার শান্তি ও উন্নতিকে প্রাধান্য দিয়েছি।’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের নাগরিকদের বিশ্বাস ও ভরসার প্রতিচ্ছবি এই জয়।’’ শুভেচ্ছাবার্তা এসেছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের কাছ থেকে। ফোন করেছেন মলদ্বীপের প্রেসিডেন্ট ও মরিশাসের প্রধানমন্ত্রী।মোদীকে প্রথম শুভেচ্ছা জানান ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি টুইট করেন, ‘‘ভারত-ইজ়রায়েলের বন্ধুত্ব আমরা এ ভাবেই এগিয়ে নিয়ে যাব।’’তবে সবথেকে অলোচিত হল ইমরান খানের শুভেচ্ছা বার্তা তিনি বলেন ‘‘দক্ষিণ এশিয়ার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চাই।’’ জবাবে রাতে মোদী লেখেন, ‘‘আপনাকে উষ্ণ কৃতজ্ঞতা। আমি বরাবর এলাকার শান্তি ও উন্নতিকে প্রাধান্য দিয়েছি।’’

No comments