Header Ads

সান্ত্বনা পুরষ্কার, যাদবপুরে শিক্ষক-সরকারি কর্মীদের ভোটে 'জিতলেন' বাম বিকাশ!

নজরবন্দি ব্যুরোঃ রীতিমত লজ্জার হার হয়েছে বামেদের। তামিলনাড়ু বাদে দেশজুড়ে ওঠা গেরুয়া সুনামি তে মুছে গেছে লাল। কেরল, বিহার, তেলেঙ্গানা, রাজস্থান, মহারাষ্ট্র সব জায়গাতেই ভরাডুবি হয়েছে বামেদের। একদা টানা ৩৪ বছর ক্ষমতায় থাকা রাজ্যের ৪২ টি আসনের একটিতেও জেতা তো দূরের কথা দ্বিতীয় স্থানও পায়নি বামেরা। কয়েকটি আসনে আবার চতুর্থ!
যে আসনের ওপর সবার নজর ছিল এবং বামেদের আশাও ছিল জেতার সেই যাদবপুর আসনেও বিজেপি-র থেকে কম ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বামেরা, অর্থাৎ সিপিআইএম। প্রার্থীর নাম বিকাশ ভট্টাচার্য! দিনের শেষে তৃতীয় স্থান দখল করলেও বিকাশ রঞ্জন একটি বিষয়ে নজর কাড়লেন, যা সান্ত্বনা পুরষ্কার রূপেই দেখছে রাজনৈতিক মহল। ইভিএম-এ ভোট না পেলেও পোস্টাল ব্যালটে অর্থাৎ শিক্ষক-সরকারি কর্মীদের ভোট সবার থেকে বেশি পেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এক নজরে দেখে নিন যাদবপুর কেন্দ্রের চালচিত্র

মিমি চক্রবর্তী (তৃণমূল) : ইভিএম এ প্রাপ্ত ভোট ৬৮৭৭৭৩ - পোস্টাল ব্যালট ৬৯৯
অনুপম হাজরা (বিজেপি) : ইভিএম এ প্রাপ্ত ভোট ৩৯২৬১০ - পোস্টাল ব্যালট ৬২৩
বিকাশ রঞ্জন ভট্টাচার্য(সিপিআইএম) : ইভিএম এ প্রাপ্ত ভোট ৩০২২৬৪ - পোস্টাল ব্যালট ৭০৪


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.