ভোটে জিতেই বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সাংসদ নুসরাত?
নজরবন্দি ব্যুরোঃ বিপুল ভোটে লোকসভা নির্বাচনে জয়লাভ। আর এই জয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর রয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে। শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে চলছেন নতুন এ সংসদ সদস্য। গুঞ্জন চলছে, আগামী মাসেই বিয়ে হচ্ছে তার। লোকসভা ভোটে বড় ব্যবধানে জয়, তারপরই হাতে মেহেদি লাগানোর প্রস্তুতি শুরু বলে জানিয়েছে নুসরাতের ঘনিষ্ঠ সূত্র। আগামী জুন মাসের মাঝামাঝি বিয়ে করবেন নুসরাত।
এমনটাই গুঞ্জন টলিউডে।নুসরাতের ঘনিষ্ঠ সূত্র ও টলিউড থেকে জানা যায়, কলকাতার খ্যাতনামা শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে বিয়ে হবে তার। কলকাতার এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের ওপর কোর্স করেন নিখিল। আপাতত কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি। কর্মসূত্রেই নুসরাতের সঙ্গে পরিচয় হয় তার।অবশ্য বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি নুসরাত।

No comments