৩০ তারিখ প্রধানমন্ত্রী পদে শপথ,তারপরেই বিদেশ সফরে মোদী।
নজরবন্দি ব্যুরোঃ আগামী ৩০ তারিখ প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই নিজের বিদেশ সফরের দিনক্ষণ ছকে ফেলেছেন তিনি। জুনেই তিনি পাড়ি দিচ্ছেন বিদেশে। সাংহাই কোঅপরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে কিরঘিজস্থান যাবেন তিনি। দুই দিনের এই সফর শুরু হচ্ছে ১৩ জুন থেকে। ১৩ এবং ১৪ এই দুদিন সেখানে কাটাবেন তিনি।
সূত্রের খবর এই বৈঠকে তৈনি মুখোমুখি হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। এর পরে আবার অগস্টে জি সেভেন বৈঠকে যোগ দিতে মোদি যাবেন প্যারিসে। সেখানে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েন ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করার কথা মোদির। নভেম্বরে আবার ব্রিকস সামিটে যোগ দিতে মোদি যাবেন ব্রাজিল এবং থাইল্যান্ডে যাবেন ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে।

No comments