রাজিবের বাড়িতে সিবিআই!
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার প্রাক্তন
পুলিস কমিশনারের বাড়িতে ফের সিবিআই। এদিন সন্ধ্যায় সিবিআই-এর একটি চার সদস্যের দল প্রথমে পৌঁছায় কলকাতার লাউডন স্ট্রিটে কলকাতার পুলিস কমিশনারের বাসভবনে।
কিন্তু সেখান থেকে জানানো হয় ওই বাড়িতে
এখন আর রাজীব কুমার থাকেন না। সেখানে এখন কলকাতার বর্তমান পুলিস কমিশনার থাকেন। এর
পর সিবিআই অফিসাররা পার্ক স্ট্রিট এর ডি সি সাউথ এর অফিসে আসেন। সেখানে তাঁরা
নোটিস দেন যে আগামী কাল সকাল ১০ টার
মধ্যে রাজীব কুমার কে সিজিও কমপ্লেক্স
এ হাজিরার নির্দেশ। তবে তিনি কাল উপস্থিত হবেন কি না
সেটা জানা যায়নি।

No comments