Header Ads

সাধ্বীর শুভেচ্ছা নিলেন না প্রধানমন্ত্রী।


নজরবন্দি ব্যুরোঃ সাধ্বীকে ভোপালের টিকিট দিয়ে মোদিই প্রথম পাশে দাঁড়িয়েছিলেন তাঁর। সেই সাধ্বীই যখন একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিপাকে ফেলছিল বিজেপিকে তখন কিছু করার ছিল না মোদি-অমিত শাহের। কারণ তখন ছুঁচো গেলা হয়ে গিয়েছে। সাধ্বী যখন গডসে কে দেশভক্ত বলে দাবি করলেন, তখন সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। প্রকাশ্যেই দলের প্রার্থীকে সতর্ক করতে বাধ্য হয়েছিলেন মোদি-অমিত শাহ।
তাই সেন্ট্রাল হলে মোদিকে যেদিন এনডিএ-র নেতা নির্বাচিত করা হল, তখন সব নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সাধ্বীও এসেছিলেন। ফুলের স্তবক নিয়ে তিনিও দেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ছুটে গিয়েছিলেন। যদিও সেটা গ্রহণ করেননি মোদি। সাধ্বী আসছে দেখেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। চোখের ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে পছন্দ করছেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.