Header Ads

ফের রামমন্দির নিয়ে সরব মোহন ভাগবত!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় বারের জন্য দেশের ক্ষমতায় আসার পরেই গোটা দেশ জুড়ে মোদীকি নিয়ে আলোচনা বেশ তুঙ্গে। আর ফের একবার গেরুয়া ঝড়ে দেশে আলোড়ন পড়ে যেতেই এবার রামমন্দির নিয়ে বিশেষ বার্তা দিলেন আরএসএস। আরএসএস প্রধান , মোহন ভাগবত রাজস্থানের উদয়পুর থেকে অযোধ্যা ইস্যুতে ফের একবার সরব হলেন।
রাজস্থানের উদয়পুরে এক সভায় ফের একবার রামমন্দির নিয়ে সরব হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
তিনি বলেন, 'রামের কাজ করতে হবে। সবাইকে এক সাথে মিলে করতে হবে রামের কাজ। রাম আমাদের অন্তরে থাকেন। নিজের কাজ নিজে করতে হয়। কাউকে কাজ দিয়ে তার ওপর নজর রাখতে হয়।' যদিও বিজেপির নাম সরাসরি নিয়ে কোনও মন্তব্য করেননি মোহন ভাগবত। তবে তাঁর নিশানায় যে বিজেপিই রয়েছে,তা তিনি বুঝিয়ে দেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.