চলে গেলেন অজয় দেবগণের বাবা প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগণ।
নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন-স্টান্ট ডিরেক্টর এবং অজয় দেবগণের বাবা বীরু দেবগণের প্রয়াণে শোকের ছায়া। প্রায় ৮০ বেশি ছবিতে অ্যাকশন দৃশ্যের পরিচালনা করেছেন তিনি।শেষ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বীরু দেবগন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে বীরু দেবগনের মৃত্যুর খবর আসতেই বলিউডের একাধিক সেলেব তাঁদের শোকবার্তা জানান দেবগন পরিবারকে। অমিতাভ বচ্চন থেকে সুস্মিতা সেন, সকলেই নিজেদের শেষ শ্রদ্ধা জানান এই প্রখ্যাত অ্য়াকশন ডিরেক্টরকে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে বীরু দেবগনের মৃত্যুর খবর আসতেই বলিউডের একাধিক সেলেব তাঁদের শোকবার্তা জানান দেবগন পরিবারকে। অমিতাভ বচ্চন থেকে সুস্মিতা সেন, সকলেই নিজেদের শেষ শ্রদ্ধা জানান এই প্রখ্যাত অ্য়াকশন ডিরেক্টরকে।

No comments