পাকিস্তানের দ্বিচারী মানসিকতার নগ্ন রূপ আবার প্রকাশ্যে! গুঁড়িয়ে দেওয়া হল গুরু নানক প্রাসাদের একটি অংশ।
নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টাও পার হয়নি, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নব্য নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জয়ের শুভেচ্ছা জানিয়েছে। এবং আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তারই মধ্যে প্রকাশ্যে এলো পাকিস্তানের দ্বিচারী মানসিকতার আরও এক নগ্ন রূপ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুঁড়িয়ে দেওয়া হল গুরু নানক প্রাসাদের একটি অংশ। সৌধটির নাম প্যালেস অফ বাবা গুরু নানক। সারা বছর ধরে গোটা বিশ্ব থেকে শিখ সম্প্রদায়ের মানুষ দর্শন করতে আসেন এই প্রাচীন সৌধ। প্রায় সাড়ে চারশো বছর আগে গুরু নানক প্যালেসটি তৈরি করা হয়েছিল বলে জানা যায়। লাহোর থেকে ১০০ কিমি দূরত্বে নারয়োল শহরে সৌধটি অবস্থিত।
সৌধের মধ্যে রয়েছে মোট ১৬টি ঘর। স্থানীয়রাই এই ভাঙচুরের পিছনে রয়েছে বলে মনে করছে প্রশাসন। শুধু সৌধে ভাঙচুর নয়, দামি কাঠের দরজা জানলা খুলে নেওয়া হয়েছে। বিক্রিও করে দেওয়া হয়েছে চড়া দামে। কিন্তু প্রশাসন কেন কোন ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। সৌধটি কার সম্পত্তি তা জানা যায়নি। তবে প্রশাসন এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।সোমবার পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

No comments