Header Ads

জয়ের পরে মায়ের আশীর্বাদ নিলেন মোদী!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের কাজ শেষ এবার মায়ের সঙ্গে দেখা করতে গুজরাটে যাচ্ছেন নরেন্দ্র মোদী। নিজেই টুইট করে মোদী জানান, রবিবার মায়ের আশিস নিতে যাচ্ছেন তিনি। শপথের আগে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে যাবেন মোদী।                 

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, আগামীকাল বিকেলে মায়ের আশীর্বাদ নিতে গুজরাটে যাচ্ছি।
পরেরদিন সকালে যাব কাশীতে। আমার উপরে ভরসা রাখার জন্য ধন্যবাদ জানাব সেখানকার সাধারণ মানুষকে।
এবারের নির্বাচনে মোদী সরকারের জনাদেশ দিয়েছে গোটা দেশ।
বিজেপি একাই ৩০৩টি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছে। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে চেয়ে ভোট দিয়েছে গোটা দেশ। নতুন করে প্রধানমন্ত্রীর শপথ-গ্রহণের আগে রীতি মেনে শুক্রবার পদত্যাগ করেন মোদী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইস্তফা-পত্র দেন। নরেন্দ্র মোদীর ইস্তফা গ্রহণ করেন রামনাথ কোবিন্দ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.