মোহনবাগানের সহকারী কোচের ভূমিকায় ফিরলেন রঞ্জন।
নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগান কোচ তিবু কিনোকারের সহকারী কোচ হলেন রঞ্জন চৌধুরী।গত মরশুমে লালহলুদের স্প্যানিস কোচ আলেসান্দ্রর সঙ্গে বনিবনা না হওয়ায় আইলিগের মাঝপথে সরে যেতে হয়েছিল রঞ্জনকে।
এবার বাগান কর্তারা রঞ্জনকে সহকারী কোচের দায়িত্ব তুলে দিলেন শুক্রবার। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন তিনি।রঞ্জনের কোচিং এ দুবছর আগে বাংলা ঘরের মাঠে সন্তোষ ট্রফিতে রানার্স খেতাব অর্জন করেছিল। মোহনবাগানের সহকারী কোচের দায়িত্ব পেয়ে খুশি রঞ্জন।

No comments