এবার ওয়েব সিরিজে আসছেন যিশু।
নজরবন্দি ব্যুরোঃ এবার ওয়েব সিরিজে অভিনয় করলেন যিশু সেনগুপ্ত। সাহিত্যিক অরুণ রমনের কল্পবিজ্ঞান নির্ভর গল্প 'স্কাইফরমার' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। সেই ছবিতে এক উদীয়মান নেতার ভূমিকায় দেখা যাবে যিশুকে।
সঙ্গে আছেন প্রতীক বব্বর, সোনাল চৌহান, যতীন গোস্বামী, শতাফ ফিগার প্রমুখ।ছয় পর্বের এই সিরিজের পরিচালনায় শাবিনা খান। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে যিশু জানালেন, 'আমার চরিত্রের নাম ধর্মা। লোকের সবরকম আপদে বিপদে সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের পরেই গল্পে আসে একটা টুইস্ট। তারপর কী হল এই ধর্মার?'

No comments