আর এস এস এর পাল্টা দিদির জয় হিন্দ ও বঙ্গজননী বাহিনী
নজরবন্দি ব্যুরোঃ ২০২১-এর আগে হারানো মাটি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তৃণমূল। বৃহস্পতিবার নৈহাটিতে ধরনা মঞ্চে ঘোষিত জয় হিন্দ বাহিনী ও বঙ্গজননী বাহিনীও গড়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বার্তা দিলেন, কেউ ঘাবড়াবেন না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ছিলাম, আছি, থাকব।তিনি এদিন কোর কমিটির বৈঠকে স্পষ্ট করে দেন, দেল কোনও ঝগড়াঝাটি চলবে না।
সবাইকে একসাথে কাজ করতে হবে। সেই লক্ষ্যেই তিনি বঙ্গজননী বাহিনীর দায়িত্ব দেন কাকলি ঘোষদস্তিদার। আর 'জয় হিন্দ' বাহিনীর দায়িত্ব দেওয়া হয় ব্রাত্য বসুকে। এই জয় হিন্দ বাহিনীর চেয়ারম্যান হন ব্রাত্য বসু। ভাইস চেয়ারম্যান হন ইন্দ্রনীল সেন। আর সভাপতি করা হয় কার্তিক বন্দ্যোপাধ্যায়কে।

No comments