শুভেন্দুই এখন তৃণমূলের দ্বিতীয় মুখ।
নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের দ্বিতীয় মুখ হিসেবে উঠে আসছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কালীঘাটে তৃণমূলের কোর কমিটির বৈঠকে ফের গুরুত্ব বাড়ল শুভেন্দুর। সরকারেও তাঁর গুরুত্ব বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার দলেও তাঁর গুরুত্ব বাড়িয়ে দিলেন। মালদহের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে ওভার-অল কো-অর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে মন্ত্রিসভাতেও তাঁর গুরুত্ব বেড়েছে। জলসম্পদ, পরিবহন, সেচের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আবার এদিন কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারীকে দলের মুখপাত্রও করা হয়েছে। এই সিদ্ধান্তেই রাজনৈতিক মহল মনে করছে শুভেন্দু নেত্রীর বিশ্বাস, ভরসা আদায় করে নিয়েছেন সবথেকে বেশি। সেই কারণেই তিনি তৃণমূলের মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর।
এদিকে মন্ত্রিসভাতেও তাঁর গুরুত্ব বেড়েছে। জলসম্পদ, পরিবহন, সেচের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আবার এদিন কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারীকে দলের মুখপাত্রও করা হয়েছে। এই সিদ্ধান্তেই রাজনৈতিক মহল মনে করছে শুভেন্দু নেত্রীর বিশ্বাস, ভরসা আদায় করে নিয়েছেন সবথেকে বেশি। সেই কারণেই তিনি তৃণমূলের মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর।

No comments