Header Ads

বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখথুবড়ে পড়ল পাকিস্তান

নজরবন্দি ব্যুরোঃ ব্যাট হাতে বাইশ গজে ক্রিস গেইল মানেই বিপক্ষের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। স্টেডিয়ামে চার-ছয়ের ফুলঝুরি। শুক্রবার ইংল্যান্ডের মাটিতে সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করলেন 'দ্য ইউনিভার্স বস'। দলের মসৃণ জয়ের পাশাপাশি ক্রিস্টোফার হেনরি গেইল তাঁর অন্তিম বিশ্বকাপ অভিযান শুরু করলেন পরিচিত ঢঙেই।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে যখন ১০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, তখনই এ ম্যাচের ভবিষ্যত্ নিয়ে আগ্রহ হারান দর্শকরা। কারণ স্কোরবোর্ডে এত কম রান নিয়ে প্রতিপক্ষকে আটকানো একপ্রকার অসম্ভব। ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭৪ রানে অল-আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। এদিন ক্যারিবিয়ান বোলিং ঝড়ে ১০৫ রানেই শেষ পাক ইনিংস। এটাই বিশ্বকাপের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রান। ফখর জামান ও বাবর আজম সর্বোচ্চ ২২ রান করে ঝুলিতে ভরেন। বাকি কেউই কুড়ির গণ্ডি পেরতে পারেননি।
এর পর ব্যাট করতে নেমে ৩৪ বলে দুরন্ত অর্ধ শতরান করে কার্যত একাহাতেই দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন গেইল। আর সেই সঙ্গে পকেটে পুরলেন একটি রেকর্ড। প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডেভিলিয়ার্সকে পিছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে গেলেন তিনি। ম্যাচের ফলাফল পাকিস্তান: ১০৫ ওয়েস্ট ইন্ডিজ: ১০৮/৩ ৭ উইকেটে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.