Header Ads

ভাটপাড়া ছাড়ছেন মুসলিম ও বাঙালিরা! বিস্ফোরক অভিযোগ

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে বিজেপির কাছে বড় রকমের ধাক্কা খাবার পরে এবার গুরুতর অভিযোগ আনলেন মেয়র ফিরহাদ হাকিম। ভাটপাড়া থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন ফিরহাদ।
একইসঙ্গে বাঙালি ও বাংলা বাঁচানোর আন্দোলন শুরুর হুমকি দিয়ে রাখলেন কলকাতার মেয়র। তাঁর দাবি, অর্জুন সিংয়ের ভয়ে ভাটপাড়া ছাড়তে বাধ্য হচ্ছেন শুধু মুসলিমরা নন, বাঙালিরাও।

ভোট পরবর্তী সন্ত্রাসে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া সংলগ্ন একাধিক এলাকা। এখনও ঘরছাড়া আছেন বহু পরিবার। কেন এই পরিস্থিতি? বাংলার মানুষের উপর এমন আক্রমণ মেনে নেওয়া যায়? প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর কথা অনুসারে, ''আশ্চর্য হয়ে যাচ্ছি।
অর্জুন সিংয়ের ভয়ে বাঙালিদের ভাটপাড়া ছাড়তে হচ্ছে। শুধু মুসলিমরাই নন, বাঙালিদের ঘরছাড়া করেছে অর্জুনের দলবল। বাংলার মানুষ বাংলায় থাকব না, হাতে চুড়ি পরে বসে থাকব! এটা কোথায় যাচ্ছে। বাঙালি বলে ভাটপাড়া ছেড়ে চলে যেতে হবে? এটা চলতে দেওয়া যায় না।"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.