Header Ads

নতুন স্পনসর পেল ইস্টবেঙ্গল।

নজরবন্দি ব্যুরোঃ আগামী এক মরশুমের জন্য নতুন কিট স্পনসর কাইজেনের সঙ্গে চুক্তি করল লাল-হলুদ। ভারতীয় এই সংস্থাটির সঙ্গে ইস্টবেঙ্গলের এই চুক্তির মূল উদ্যোক্তা ইনভেস্টর কোয়েস।কাইজেন স্পোর্টস অ্যান্ড ফিটনেস গ্রুপের মাদার কোম্পানি হল সার্ভে প্রকাশ অ্যান্ড কোম্পানি।
 সোমবার কোয়েস ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়, ২০১৯ সালের ১ জুন থেকে ২০২০ সালের ৩১ মে পর্যন্ত কাইজেনের সঙ্গে চুক্তি করা হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই আর্থিক দিক থেকে যথেষ্ট লাভবান হবে লাল-হলুদ। উল্লেখ্য, এর আগে ইস্টবেঙ্গলের কিট স্পনসর ছিল ভারতীয় সংস্থা শিবনরেশ ও ইতালিয়ান সংস্থা পার্ফ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.