সারদা তদন্তে প্রথম তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর।
নজরবন্দি ব্যুরোঃ সারদা তদন্তে প্রথম তদন্তকারী অফিসার প্রভাকর নাথকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অপর তদন্তকারী অফিসার দিলীপ হাজরাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। প্রথমের দিকে একবার হাজিরা দিলেও, পরবর্তী সময়ে দিলীপ হাজরা হাজিরা দেননি বলে জানা গিয়েছে।সারদা তদন্তে রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য সরকার সিট গঠন করেছিল।
সেই তদন্ত শুরুর সময় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর নাথ। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, তাঁরা কাজ করেছিলেন উচ্চতম কর্তৃপক্ষের নির্দেশে। এই নির্দেশ কোন কোন সময় কার কার ছিল তা খতিয়ে দেখছে সিবিআই।
সেই তদন্ত শুরুর সময় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কর্মরত ছিলেন প্রভাকর নাথ। সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, তাঁরা কাজ করেছিলেন উচ্চতম কর্তৃপক্ষের নির্দেশে। এই নির্দেশ কোন কোন সময় কার কার ছিল তা খতিয়ে দেখছে সিবিআই।
কোন মন্তব্য নেই