Header Ads

ডিএ ও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবি জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি!

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি এবং ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে বহু বার আন্দোলনে সামিল হতে দেখা গিয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। কিন্তু কোনও পদক্ষেপ নেয় নি রাজ্য সরকার।
এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ধাক্কা খেয়েও ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার কোনও আগ্রহ নেই সরকারের। সরকারের সিদ্ধান্ত থেকে সেই মনোভাব স্পষ্ট হয়ে ওঠে।

গত ২৭/১১/১৫ তারিখ তৃণমূল সরকার ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিল। তার পরে ৪ বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
আরও ৭ মাস মেয়াদ বাড়ান হয়। যা সর্বকালীন রেকর্ড সৃষ্টি করল। ২০১৮ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার ৭ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করলেও এই রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বারে বারে বৃদ্ধিতে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান হয়েছে। তাদের দাবি, আর মেয়াদ বৃদ্ধি না করে অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশ ও কার্যকর করতে হবে এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.