Header Ads

এবার বিজেপির সভাপতি জেপি নড্ডা!

নজরবন্দি ব্যুরো: এবার মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছে জগত্প্রকাশ নাড্ডা। যদিও বিজেপির তরফে এই নিয়ে কোনও খবর জানান হয় নি।
মোদী জমানার প্রথম দফায় অমিত রাজ্যসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তাঁকে এবার লোকসভাতেও প্রার্থী করা হয়। গুজরাটের গান্ধীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এবার সাংসদ হয়েছেন তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তাঁর নাম নিয়ে জল্পনা চলছে। প্রথমে আলোচনার বিষয় ছিল, মোদী ক্ষমতায় ফিরলে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাবেন অমিত শাহ।

২৩ মে’র পর সেই জল্পনা আরও জোরাল হল। অমিত শাহ কোন মন্ত্রক পাবেন, তা নিয়ে আলোচনা চলেছে চূড়ান্তভাবে।
তবে বিজেপি বা সরকারি তরফে অমিত শাহর মন্ত্রিত্ব নিয়ে এখনও প্রকাশ্যে কোনও কথা বলা হয়নি।
তবে বৃহস্পতিবার গুজরাটের বিজেপির সভাপতি জিতু ভাগানি ট্যুইট করে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসেন। তিনি এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের একটি ট্যুইট করেন জিতু। তাতে তিনি লিখছেনে যে মোদীর মন্ত্রিসভায় সামিল হওয়ার জন্য অমিত শাহর সঙ্গে শুভেচ্ছা-সাক্ষাতে গিয়েছিলেন। এর পর থেকে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দেশে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.