Header Ads

নির্বিচারে বিজেপি তে যোগদান। ক্ষোভ বাড়ছে গেরুয়া শিবিরে।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের পর রাজ্য জুড়ে তৃণমূল থেকে বিজেপি তে যোগদানের হিড়িক পরে গিয়েছে। সেই প্রবাহ দেখেই আশঙ্কা করা হচ্ছিল বিজেপির অন্দরে একটা গোলযোগ বাঁধতে চলেছে। বাস্তবে হলও তাই। ঘটনার শুরু গত কাল তৃণমূলের মনিরুল ইসলাম যোগদানের পর থেকে। মণিরুলের যোগদানের পর হাওড়ার পরাজিত বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বলেছেন মণিরুলদের অত্যাচার থেকে বাঁচতেই মানুষ তাঁদের বিপক্ষে ভোট দিয়েছেন।

 তাহলে সেই ব্যক্তিদেরই কেন বিজেপিতে নেওয়া? এই প্রশ্ন তুলেছেন রন্তিদেব। আর এবিষয়ে তিনি সরাসরি দায়ী করেছেন দলবদল করা প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে। অনুপমই স্থান-কাল-পাত্র বিচার না করে সকলকে হাত ধরে বিজেপিতে যোগ দেওয়াচ্ছে বলে অভিযোগ রন্তিদেব সেনগুপ্তর। ওপর দিকে এক আরএসএস নেতা বলেন বাংলার মানুষকে মূর্খ ভাবলে ভুল হবে। সবে বাংলার মাটিতে জয়ের আস্বাদ নিতে শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু তৃণমূল থেকে বিজেপি তাঁবুতে ভিড় বাড়তে থাকায় ভেতরের অসন্তোষ যে এবার বেরিয়ে আসতে শুরু করেছে সেতা স্পষ্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.