Header Ads

প্রযোজক সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেগা সিরিয়াল!

নজরবন্দি ব্যুরোঃ আর্থিক দুর্নীতির অভিযোগ তাই বন্ধ হতে চলেছে বেশ কিছু সিরিয়ালের শুটিং। হাঁ খবর টা সেই রকমই। 'দাগ ক্রিয়েটিভ মিডিয়া'র বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আর্টিস্ট ফোরামের। আর সেই কারনেই বন্ধ হতে যাচ্ছে ওই সংস্থার প্রযোজিত সিরিয়াল-- 'জয় বাবা লোকনাথ', 'আমি সিরাজের বেগম', 'খনার বচন', 'মহাপ্রভু শ্রীচৈতন্য' এর মত জনপ্রিয় সিরিয়াল। অভিযোগ শিল্পী ও কলাকুশলীদের বিশাল অঙ্কের টাকা নাকি বাকি রয়েছে।
 জার পরিমাণ প্রায় ৫ কোটি। এছারা ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আরও অভিযোগ টিডিএস ও নাকি জমা দেওয়া হয়নি। এই নিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ''আমি এরকম অবস্থা ইন্ডাস্ট্রিতে কখনও দেখিনি। দরকারে বড় পদক্ষেপ করা হবে।''প্রসঙ্গত, গতবছর অগাস্ট মাসে প্রযোজক আর আর্টিস্ট ফোরামের মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছিলেন প্রযোজকরা। বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছিল টলিপাড়া!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.