কাউন্টি খেলতে যাচ্ছেন অশ্বিন।
নজরবন্দি ব্যুরোঃ কাউন্টি খেলতে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের এই অফস্পিনার জুনের শেষে যোগ দেবেন নটিংহ্যামশায়ারে। অসি পেসার জেমস প্যাটিমসনের জায়গায় অশ্বিনকে নেওয়া হয়েছে। তিনি জুলাইয়ে অ্যাশেজ সিরিজে ব্যস্ত থাকবেন।
তাই অশ্বিনকে নিল কাউন্টি দলটি।অশ্বিন বলেছেন, 'প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকাটা সবসময়ই ভাল। নটিংহ্যামশায়ারে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। ট্রেন্টব্রিজে খেলার মজাই আলাদা।'
তাই অশ্বিনকে নিল কাউন্টি দলটি।অশ্বিন বলেছেন, 'প্রতিযোগিতামূলক ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকাটা সবসময়ই ভাল। নটিংহ্যামশায়ারে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। ট্রেন্টব্রিজে খেলার মজাই আলাদা।'

No comments