নির্বাচনের ফল ঘোষণার পরেই উত্তপ্ত বাংলা, নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের পরেই উত্তপ্ত এই রাজ্যের একাধিক এলাকা। বাংলার একাধিক জায়গা থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনার খবর আসছে। আজ শনিবার সকালে বিজেপি এবং তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার তালডাংরা ব্লক এরিয়া।
জানা গিয়েছে, পাঁচমুড়ায় তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আই.এন.টি.ইউ.সি-র কার্যালয়ে ভাংচুর করা হয়।
এর পরে তালডাংরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দনা অধিকারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে ওই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ সারথী মাকুড়কেও বিজেপি কর্মীরা মারধোর করেছে বলে অভিযোগ ওঠে।
যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূল নেত্রী চন্দনা অধিকারীর অভিযোগ, শুক্রবার গভীর রাতে তার কুলবনী গ্রামের বাড়িতে বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতি হামলা চালায়। বাড়িতে থাকা টিভি, ফ্রীজ, আলমারি, ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের জলের কল ভেঙ্গে ফেলার পাশাপাশি ঐ গ্রামের বেশ কিছু তৃণমূল সমর্থকের বাড়িতে ওই দুষ্কৃতি দলটি অবাধে তাণ্ডব চালিয়েছে বলে তার অভিযোগ ওঠে।
জানা গিয়েছে, পাঁচমুড়ায় তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আই.এন.টি.ইউ.সি-র কার্যালয়ে ভাংচুর করা হয়।
এর পরে তালডাংরা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দনা অধিকারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে ওই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ সারথী মাকুড়কেও বিজেপি কর্মীরা মারধোর করেছে বলে অভিযোগ ওঠে।

No comments