Header Ads

রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করলেন রাজ্যপাল!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পরেই বেশ উত্তপ্ত রাজ্যের একাধিক এলাকা। আর এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।
এদিন তিনি এক বিবৃতিতে একথা জানান।
রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যের ঐতিহ্য বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একসাথে চলতে হবে। তবেই রাজ্যে উন্নয়ন সম্ভব। এদিন লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেন নি রাজ্যপাল।
গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত হিংসা। কোচবিহার, মেদিনীপুর-সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল-কর্মীরা। তবে বিজেপির তরফে এই ধরণের হিংসায় দলের সমর্থন নেই বলে স্পষ্ট করা দিয়েছেই বঙ্গ বিজেপির নেতারা। শান্তির ডাক দেওয়া হয়েছে দলের তরফে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.