Header Ads

ভোট আপনার অধিকার, জানুন ভোটের মাহাত্ম্য

রজত ভরদ্বাজ: ভোট ভীষণ গুরুত্বপূর্ণ অধিকার, বলা ভাল যে ভোটই একজন মানুষের সবচাইতে বড় গণতান্ত্রিক অধিকার। শুধু আর্থ সামাজিক প্রেক্ষাপটই নয়, নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা রক্ষার স্বার্থে প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম কে কোন সামাজিক অবস্থানে ছেড়ে দিয়ে যাব, তা নির্ভর করছে আমাদের আজকের নেতা নির্বাচনের মধ্যে দিয়ে।
আজকের এই নির্বাচনে নতুন প্রজন্মের ভোটার, অর্থাৎ যারা প্রথমবার ভোটদান করবেন তাদের সংখ্যা বড় একটা কম নয়। সংখ্যাধিক্যের কারণে, এবারের লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রে নতুন সরকার গঠনে এই নতুন প্রজন্মের ভোটারদের মতামত যে বিশেষ প্রাধান্য পাবে সে কথা বলাই বাহুল্য। আসুন একবার দেখে নেওয়া যাক, এই ভোটাধিকার নিয়ে আজকের যুব সমাজ ঠিক কি ভাবছে, সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে তাদের দায়বদ্ধতাই বা ঠিক কতটা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.