Header Ads

জনসভায় থাপ্পড় হার্দিককে! অভিযোগের তির বিজেপির দিকে

নজরবন্দি ব্যুরো: হার্দিক পটেলের উপর আক্রমণ। অভিযোগের তির বিজেপির দিকে। জানা গিয়েছে, গুজরাতের সুরেন্দ্রনগরে এক জনসভায় কংগ্রেস নেতা হার্দিক পটেলকে থাপ্পড় মারলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
ঘটনার সময় বক্তৃতা করছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া পাতিদার আন্দোলনের এই নেতা।
ঘটনার সময় গুজরাতের সুরেন্দ্রনগরে কংগ্রেস আয়োজিত জন আক্রোশ সভায় বক্তৃতা করছিলেন এই নেতা। সেই সময় এক ব্যক্তি পিছন থেকে স্টেজে উঠে তার পাশে চলে আসেন। এর পরই সজোরে হার্দিককে থাপ্পড় মারেন ওই ব্যক্তি।

পুরো ঘটনার সঙ্গে বিজেপিকে হাত রয়েছে বলে দাবি করেছেন হার্দিক।
তাঁর অভিযোগ, ‘‘এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে, তা অত্যন্ত স্পষ্ট। না হলে আমার মতের সঙ্গে অমিল হলে তিনি আলোচনায় বসতে চাইতেন বা কালো পতাকা দেখাতে পারতেন। কিন্তু তা না করে আমাকে আক্রমণ করা হল, এটাই বিজেপির উদ্দেশ্য।’’
এই ঘটনায় পর স্থানীয় মানুষদের কাছে হামলাকারীকে ছেড়ে দেওয়ার আবেদনও জানান তিনি।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.