আমেঠিতে আজ মনোনয়ন পেশ করবেন কংগ্রেস সভাপতি!
নজরবন্দি ব্যুরো: আজ মনোনয়ন পেশ করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাহুল। এদিন দুপুরে তিনি মনোনয়ন পেশ করবেন বলে জানা গিয়েছে।
মনোময়ন পেশের পাশাপাশি এদিন নিজের কেন্দ্র আমেঠিতে ৩ কিলোমিটার রোড শো-ও করবেন কংগ্রেস সভাপতি।
এই র্যালি ঘিরে বিশাল জমায়েত হবে বলে মনে করছেন রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। মুন্সীগঞ্জ দারপিপুর থেকে গাউরিগঞ্জ পর্যন্ত হবে এই র্যালি হবে। উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখ-ই কেরলের ওয়ানাড় থেকে মনোনয়ন পেশ করেন রাহুল। বিশাল রোড শোয়ের মাধ্যমে মনোময়ন জমা করতে যান তিনি।
মনোময়ন পেশের পাশাপাশি এদিন নিজের কেন্দ্র আমেঠিতে ৩ কিলোমিটার রোড শো-ও করবেন কংগ্রেস সভাপতি।

No comments