Header Ads

রাফালে মামলায় শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল মোদী সরকার!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগে রাফালে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফালে মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের ক্লিন-চিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না শীর্ষ আদালত। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল বিচারক। গতবছরের ডিসেম্বরে রাফালে নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে।
ফাঁস হওয়া আর আদালতে জমা পড়া গোপন নথি নিয়েই শুনানি হবে আদালতে। এদিন জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এই মামলায় অন্যতম আবেদনকারী অরুণ শৌরির অভিযোগ, তথ্য গোপন করেছে সরকার। এর আগে প্রতিরক্ষা সংক্রান্ত ফাইল থেকে ফাঁস হওয়া তথ্য নিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিলেন প্রশান্তভূষণ, অরুণ শৌরি এবং যশবন্ত সিনহা। কেন্দ্রের তরফে অভিযোগ করে বলা হয়েছিল এই তথ্যে জাতীয় সুরক্ষার ওপর প্রভাব পড়বে।
ফ্রান্সের সঙ্গে সম্পর্কে খারাপ হতে পারে। আদালত জানিয়েছে, এবার তারা রিভিউ পিটিশনের উপর শুনানি করবেন। আবেদনকারীদের দাখিল করা তথ্যের ওপর ভিত্তি করে এই শুনানি চলবে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.