Header Ads

ভোট প্রচারে বালাকোট প্রসঙ্গ উত্থাপন মোদীর। রিপোর্ট চাইল কমিশন

নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের লাতুরের সভায় মোদী বলেন, প্রথমবারের ভোটারদের কাছে তিনি বলতে চান, যাঁরা পাকিস্তানে বিমান হানা চালিয়েছিলেন, তাদের জন্য কি তাঁদের ভোট উৎসর্গ করবেন না? প্রথমবারের ভোটাররা কি তাঁদের ভোট পুলওয়ামার বীর শহিদদের প্রতি উত্সদর্গ করবেন না।গতমাসে রাজনৈতিক বক্তব্য রাখা নিয়ে নির্দেশিকা জারি করেছিল কমিশন। সেই নির্দেশিকায় সেনাবাহিনী নিয়ে বলা হয়েছিল।

 সেই নির্দেশিকার ওপর ভিত্তি করেই রিপোর্ট চাওয়া হয়েছে। সিপিএম-এর তরফে নির্বাচন কমিশনের কাছে মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।তারই পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। যত তাড়াতাড়ি এবিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.