রাজরোষের জবাব রাজপথে! আগামীকাল প্রাথমিক শিক্ষকদের মিছিল তিলোত্তমায়।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাদের কেন্দ্রীয়হারে বেতন প্রদানের দাবীতে ইতিমধ্যেই একাধিকবার রাস্তায় নেমে ও আইনি পথে লড়াই চালিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাদের এক অরাজনৈতিক সংগঠন 'উপ্তা'। এই অরাজনৈতিক সংগঠনটি সাংগঠনিক দিক দিয়ে দিন দিন যত শক্তিশালী হচ্ছে ও আন্দোলন যত জোরাল হয়েছে ততই চাপে পড়েছে রাজ্য সরকার।
আম জনতা থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল প্রত্যকেই ইউইউপিটিডাব্লুএ-র আন্দোলন ও তাদের নায্য দাবীকে সমর্থন জানিয়েছেন। অভিযোগ, UUPTWA-র প্রবল আন্দোলনের ফলেই সরকারের রোষে পড়ে সংগঠনের প্রথম সারির নেতৃত্ব ও সদস্যদের ঘাড়ে শাস্তির খাড়া হিসেবে নেমে এসেছে ভিন জেলায় জোর পূর্বক বদলির নির্দেশ। তাই কেন্দ্রীয় হারে বেতন বা PRT স্কেল প্রাদানের দাবি ও উস্হির সদস্যদের অনৈতিক বদলির প্রতিবাদে আগামী কাল দুপুর ১২ টায় শিয়ালদহ থেকে রাণী রাসমণি রোড় পর্যন্ত এক মহা মিছিল ডাক দিয়েছে UUPTWA।
সংঠনের রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাস জানিয়েছেন "উপ্তার সংগঠন ও আন্দোলনকে প্রতিহত করতেই জেলায় জেলায় বেছে বেছে আমাদের সংগঠনের সদস্যদের অনৈতিক ভাবে দূরবর্তী জেলায় বদলির চিঠি ধরানো হচ্ছে,এভাবে বদলির ভয় দেখিয়ে আন্দোলন আটকানো যাবে না,আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।এই অনৈতিক বদলির বিরুদ্ধে ইতিমধ্যে আইনি লড়াই চলছে পাশাপাশি আমরা এর প্রতিবাদ জানিয়ে কাল রাস্তায় নেমে মুখ্যমন্ত্রীও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবী করব , দ্রুত যাতে তাদের বদলির নির্দেশ প্রতাহার করে সসম্মানে আগের যায়গায় ফিরিয়ে দেন এবং আমাদের দাবি মতো অতি সত্তর কেন্দ্রীয় হারে বেতন যাতে এরাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারাও পান তার জন্য সদর্থক পদক্ষেপ নেওয়ার দাবি জানাবো।"
আম জনতা থেকে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল প্রত্যকেই ইউইউপিটিডাব্লুএ-র আন্দোলন ও তাদের নায্য দাবীকে সমর্থন জানিয়েছেন। অভিযোগ, UUPTWA-র প্রবল আন্দোলনের ফলেই সরকারের রোষে পড়ে সংগঠনের প্রথম সারির নেতৃত্ব ও সদস্যদের ঘাড়ে শাস্তির খাড়া হিসেবে নেমে এসেছে ভিন জেলায় জোর পূর্বক বদলির নির্দেশ। তাই কেন্দ্রীয় হারে বেতন বা PRT স্কেল প্রাদানের দাবি ও উস্হির সদস্যদের অনৈতিক বদলির প্রতিবাদে আগামী কাল দুপুর ১২ টায় শিয়ালদহ থেকে রাণী রাসমণি রোড় পর্যন্ত এক মহা মিছিল ডাক দিয়েছে UUPTWA।

No comments