মৌসমের দলবদলের কারণ জানালেন তৃণমূল সুপ্রিমো!
নজরবন্দি ব্যুরো: মৌসম নুরকে ‘বেইমান’ বলে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি। এবার সেই সমালোচনার জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামসির সভায় মমতা বললেন, ‘‘কংগ্রেস-বিজেপি আঁতাত করেছে। তাই মৌসম তৃণমূলে যোগ দিয়ে বেশ করেছে। এক সময় কংগ্রেসের গড় হিসাবে পরিচিত মালদহ। জেলার দু’টি লোকসভা কেন্দ্র ২০১৪ সালের ভোটে হাত শিবিরের দখলে ছিল।
কিন্তু সময় যত এগিয়েছে, মালদহে শক্তি কমেছে হাত শিবিরের। উত্তর মালদহের সাংসদ গনি ভাগ্নি মৌসম-ও কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার ভোটে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও মৌসম বেনজির নুর।
এদিন মৌসমের হয়েই সামসিতে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মৌসমের দল বদলের কারণ ব্যাখ্যা করেন তিনি। তাঁর কথায়, ‘‘কংগ্রেস ছাড়ার জন্য অনেকেই মৌসমকে কটূক্তি করছে। .
কিন্তু মৌসম যা করেছে ঠিক করেছে।’’ তৃণমূল সুপ্রিমোর সংযোজন, ‘‘বাংলায় যারা কংগ্রেস করে তারা বিজেপির সঙ্গে আঁতাত করেছে। তাই ওই দলে থেকে বিজেপির সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই মৌসম দল ছেড়ে ঠিক কাজ করেছে।’’
কিন্তু সময় যত এগিয়েছে, মালদহে শক্তি কমেছে হাত শিবিরের। উত্তর মালদহের সাংসদ গনি ভাগ্নি মৌসম-ও কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। এবার ভোটে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও মৌসম বেনজির নুর।
এদিন মৌসমের হয়েই সামসিতে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মৌসমের দল বদলের কারণ ব্যাখ্যা করেন তিনি। তাঁর কথায়, ‘‘কংগ্রেস ছাড়ার জন্য অনেকেই মৌসমকে কটূক্তি করছে। .

No comments