Header Ads

গাজি নুরকে দেশ ছাড়ার নির্দেশ, জামাত-তৃণমূল যোগের অভিযোগ

নজরবন্দি ব্যুরো: ফিরদৌসের নিয়ে বিতর্কের পর এবার বিতর্ক শুরু গাজি আবদুন নুরকে নিয়ে। তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। ব্যবসায়িক ভিসায় রাজনৈতিক প্রচার চালিয়েছেন নুর। শুধু তাই নয়, তাঁর ভিসার মেয়াদও ফুরিয়ে গিয়েছিল। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও এদেশে কিকরে থাকেন নুর?  ভিসার নিয়ম ভাঙায় তাঁর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট প্রচারে নেমে ছিলেন অভিনেতা ফিরদৌস।
বিজেপির অভিযোগের পর বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিবাসন দফতর রিপোর্টে জানায়, ভারতে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফিরদৌসকে। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছেন ওই অভিনেতা। অভিবাসন দফতরের রিপোর্টের ভিত্তিতে ফিরদৌসের ব্যবসায়িক ভিসা বাতিল করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে অবিলম্বে ভারত ত্যাগের নোটিশ ধরান হয়েছে। কালো তালিকাভুক্তও করা হয় ফিরদৌসকে।
এর পাশাপাশি মদন মিত্রের সঙ্গে সৌগত রায়ের সমর্থনে প্রচারে নেমেছিলেন অভিনেতা গাজি আবদুন নুর।
জানা গিয়েছে, এদেশে কাজের অনুমোদন-পত্র ছিল দুই বাংলাদেশি অভিনেতার। সেই হিসেবেই ভিসা পেয়েছিলেন তাঁরা। কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে সামিল হন তাঁরা। গাজি নুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি। ফিরদৌসের প্রচারে জামাত-তৃণমূল যোগের অভিযোগ করে এনআইএ তদন্ত চান উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.