Header Ads

কেরিয়ার এডভান্সমেন্ট স্কিম মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাইলো রাজ্য।

নজরবন্দিঃ রাজ্যেরর সরকারি বিদ্যাালয় গুলোর শিক্ষকদের ন্যা য় সরকার পোষিত বিদ্যালয় গুলির শিক্ষকগন কেন Career Advancement Scheme (CAS)এর সুবিধা পাবেন না এই নিয়ে রাজ্যের গ্র্যাফজুয়েট ক্যাটেগরী শিক্ষক গন বৃহত্তর গ্র্যারজুয়েট টিচার এসোসিয়েশনের (BGTA ) এর নেতৃত্বে মামলা করেছিলেন । আজ জাস্টিস মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই CAS মামলার শুনানি হয়।
 রাজ্যেের তরফে আইনজীবী আরো দুই সপ্তাহ সময় চান হলফনামা জমা দেওয়ার জন্য।মাননীয়া বিচারপতি মহাশয়া তা মঞ্জুর করেন এবং তার এক সপ্তাহের মধ্যে শিক্ষক দের তরফে পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।আগামী ৯ই মে থেকে ১৩ই মে এর মধ্যে এই মামলার পুনরায় শুনানি হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.