Header Ads

আক্রান্ত মহম্মদ সেলিম!

নজরবন্দি ব্যুরো: আক্রান্ত হলেন রায়গঞ্জের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম। তাঁর গাড়িতে হামলা চালান হয় বলে অভিযোগ ওঠে। রিগিংয়ের প্রতিবাদ করায় এই হামলা।
এদিন তিনি সংবাদ মাধ্যমে জানান, ভোট শুরু হতেই একাধিক এলাকা থেকে বুথ দখল ও ছাপ্পার খবর পাচ্ছিলেন তিনি। শাসকদলের দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে ভোট পরিচালনা করছে বলে অভিযোগ করেন সেলিম। কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট লুঠের অভিযোগ ওঠে।
কমিশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় ইসলামপুরে যান তিনি। সেখানেই তাঁর গাড়িতে হামলা চালায় শাসক দলের লোকেরা।

এদিন সংবাদমাধ্যমে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম বলেন, ‘‘ আজ পুলিশের সামনেই আমার গাড়ি ভাঙচুর করা হল। পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। আমরা তৃণমূলের রিগিংয়ের প্রতিবাদ জানিয়েছিলাম। প্রতিবাদ জানানোর পরেই পুলিশের সামনে হামলা চালানো হল।
শাসক দলের গুণ্ডারা এসে তাণ্ডব চালিয়েছে। আমরা বিষয়টি কমিশনে জানিয়েছি।’’
সেলিম জানিয়েছেন, ঘটনাস্থলে এসে তিনি দেখেন যে প্রিসাইডিং অফিসার কোনও ব্যবস্থা নিচ্ছেন না। তিনি-ই তৃণমূলের এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন। তাঁর গাড়িটি পাশেই দাঁড় করানো ছিল। দুষ্কৃতীরা তখন তাঁর গাড়িতে ভাঙচুর করে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.