দুর্ঘটনায় নিহত দুই টেলি অভিনেত্রী!
নজরবন্দি ব্যুরো: শ্যুটিংয়ের কাজ সেরে ফেরার পথে পথ দুর্ঘটনার মৃত্যু হল দুই দক্ষিণী টেলি অভিনেত্রীর। তাঁরা হলেন ভার্গবী ও অনুশা রেড্ডি। হায়দরাবাদ থেকে শ্যুটিং সেরে একই গাড়িতে ফিরছিলেন ভার্গবী (২০) ও অনুশা রেড্ডি (২১)। সেসময়ই তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর বুধবার এই দুর্ঘটনা ঘটে ভিকারাবাদ জেলায়।
গাড়ির সামনে হটাত একটি লরি চলে আসায় নিয়ন্ত্রণ হারান গাড়ি চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভার্গবীর । গুরুতর জখম অবস্থায় অনুশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

No comments