৪২টির মধ্যে ৫০টি আসন পাবে বিজেপি, কটাক্ষ ডেরেকের
নজরবন্দি ব্যুরো: বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। তাচ্ছিল্যের সুরে বললেন, বাংলায় ৪২টির মধ্যে ৫০টি আসন জিতবে বিজেপি।
এই রাজ্যে ৪২ আসনের পশ্চিমবঙ্গে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছে গেরুয়া নেতৃত্ব। রাজ্যে প্রতিটি সভা-সমাবেশে নিয়ম করে সেই ঘোষণা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও মুকুল রায়রা।
এমন কি দিলীপ ঘোষরাও দাবি করেছেন, রাজ্যে এবার পদ্ম ফুটবে। তবে রাম নবমীতে সবাইকে ছাপিয়ে কৈলাস বিজয়বর্গীয় ঘোষণা করেন, সাধারণ মানুষের যে উত্সাহ চোখে পড়েছে, তাতে বাংলায় কমপক্ষে ৩০টি আসন জিতবে তারা।
এনিয়ে বুধবার তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন কটাক্ষ করেন,''বিজেপির লোকেরা তো ৪২টির মধ্যে ৫০টি আসন জিতবেন বলে দাবি করছেন। বাংলায় কটা আসন আছে, সেটাই জানে না''
এর পরে ডেরেক বলেন,''ওরা স্বপ্ন দেখে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে রয়েছেন বাংলার মানুষ। ২৩ মে দেখব ওরা কোথায় থাকে'।
এই রাজ্যে ৪২ আসনের পশ্চিমবঙ্গে ২৩টি আসন জেতার লক্ষ্য নিয়েছে গেরুয়া নেতৃত্ব। রাজ্যে প্রতিটি সভা-সমাবেশে নিয়ম করে সেই ঘোষণা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও মুকুল রায়রা।
এনিয়ে বুধবার তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন কটাক্ষ করেন,''বিজেপির লোকেরা তো ৪২টির মধ্যে ৫০টি আসন জিতবেন বলে দাবি করছেন। বাংলায় কটা আসন আছে, সেটাই জানে না''
এর পরে ডেরেক বলেন,''ওরা স্বপ্ন দেখে যাক। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে রয়েছেন বাংলার মানুষ। ২৩ মে দেখব ওরা কোথায় থাকে'।

No comments