টেট পরীক্ষা চালুর দাবিতে আদালতে মামলা দায়ের!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে শেষ বার টেট পরীক্ষা হয় ২০১৫ সাল। এর দুই বছর পর অর্থাৎ ২০১৭ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরীক্ষা নেয় নি সরকার।
সেই টেট পরীক্ষার শুরু করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বেশ কয়েকজন চাকরি-প্রার্থী। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রাজ্যে ২০১৫ সালের পরে প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সেই পরীক্ষা আজও হয়নি। কয়েক লাখ চাকরি-প্রার্থী ১০০ টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছিলেন। এন সি টি ই-র গাইডলাইন মোতাবেক, প্রতিবছর অন্তত একটি করে টেট পরীক্ষা হবে। শীর্ষ আদালত তাদের রায়ে এন সি টি ই-র গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছিল।
কিন্তু, সেই নির্দেশ অমান্য করেছে রাজ্য। অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন পরীক্ষার জন্য জানাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।" মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে টেট পরীক্ষা হবে না কেন? ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য তো প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারে। এক বছরও বাতিল করতে পারে না ? চার-পাঁচ বছর অন্তর নিতে তো পারে?"
কিন্তু, সেই নির্দেশ অমান্য করেছে রাজ্য। অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন পরীক্ষার জন্য জানাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।" মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে টেট পরীক্ষা হবে না কেন? ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য তো প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারে। এক বছরও বাতিল করতে পারে না ? চার-পাঁচ বছর অন্তর নিতে তো পারে?"

No comments