Header Ads

ভোট-কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন! এখনও নিখোঁজ অর্ণব রায়

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকে নিরাপত্তার দাবিতে বার বার আন্দোলনে নামতে দেখা গিয়েছে এই রাজ্যের সরকারী কর্মচারীদের। গত পঞ্চায়েত নির্বাচনের ডিউটি রত অবস্থায় খুন হন কোচবিহারের রাজকুমার রায়। সেই ছায়া কি এবার নদীয়ায়? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভোটের কাজে গিয়ে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়। ইভিএম ও ভিভিপ্যাটের মতন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
অভিযোগ, বৃহস্পতিবার দুপুর থেকে আর কোনও খোঁজ মিলছে না নোডাল অফিসার অর্ণব রায়ের।

শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্রোহের আগুন ছড়িয়ে বাংলার ভোট-কর্মীদের অন্দরে। ভোটের কাজে গিয়ে নোডাল অফিসারের রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সরকারী কর্মচারী মহলে। ঘটনার তীব্র সমালোচনা করেছে শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। নিন্দা জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনও। একাধিক শিক্ষক সংগঠনের তরফেও তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.