Header Ads

আমার অভিশাপেই জঙ্গিদের গুলিতে নিহত হন হেমন্ত কারকারে : বিতর্কে জড়ালেন সাধ্বী

নজরবন্দি ব্যুরো: প্রার্থী হওয়ার পর দলের সমর্থকদের সামনে পুলিশের অত্যাচারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বিজেপির প্রজ্ঞা সিং ঠাকুর। তার ২৪ ঘণ্টার পর একই ইস্যু নিয়ে সরব হতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি। মুম্বইয়ে জঙ্গি হামলার শহিদ মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের প্রধান হেমন্ত কারকারে সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করেছেন সাধ্বী প্রজ্ঞা।
তাঁর অভিযোগ, তাঁর উপর পুলিশি অত্যাচারের নেতৃত্বে ছিলেন হেমন্ত। তাঁকে দিয়ে জোর করে মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। প্রজ্ঞার দাবি, তিনি তখনই হেমন্তকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণেই মুম্বই হামলার সময় হেমন্ত নিহত হয় বলে দাবি করেছেন এই বিজেপি নেত্রী।
উল্লেখ্য, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেই অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা।
তিনি এখন জামিনে মুক্ত আছেন। তবে তাঁর বিরুদ্ধে মকোকা আইন প্রত্যাহার করে নিয়েছে এনআইএ। সপ্তাহখানেক আগে তিনি বিজেপিতে যোগ দেন। তার পরই ভোপাল থেকে তাঁর নাম ঘোষণা করে বিজেপি নেতৃত্ব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.