Header Ads

তামিলনাড়ুর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭!

নজরবন্দি ব্যুরো: মন্দিরের অনুষ্ঠানে গিয়ে হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৭ জনের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। মৃতদের মধ্যে ৪ জন মহিলা। আশঙ্কাজনক আরও ১১ জন।
রবিবার ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির কাছে মুথাইয়াপালায়াম গ্রামে।
এদিন গ্রামের কারুপ্পাস্বামী মন্দিরে বাৎসরিক চিথিয়া পৌরনামি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন প্রায় হাজার খানেক মানুষ। মন্দিরের পদিকাসু অনুষ্ঠান শুরু হতেই তুমুল হুড়োহুড়ি পড়ে যায়। এই অনুষ্ঠানে কয়েন বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে মন্দির চত্বর আহত মানুষদের ভিড়ে ভরে যায়।
মন্দিরে কয়েন বিতরণ একটি মূল অনুষ্ঠান। ওইসব কয়েন ভক্তরা বাড়িতে রেখে দেন। তাঁদের বিশ্বাস এতে তাদের সংসারে মঙ্গল হয়। এই গোটা ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছেন মন্দির কর্তৃপক্ষ। তাঁদের দাবি ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত পুলিশ না থাকায় এমন কাণ্ড ঘটেছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.